পবিত্র রমজান মাসে রোজা পালন করা ফরজ। রমজান শেষে শাওয়াল মাসে ছয়টি রোজা রাখা নফল। রমজান মাসের রোজা রাখার পর এই ছয়টি রোজা রাখলেই মিলবে সারাবছর রোজা রাখার সওয়াব।
হজরত আবু আইয়ুব আনসারি (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজাগুলো রাখল, অতঃপর শাওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখল, সে যেন সারাবছর ধরেই রোজা রাখল। (সহিহ মুসলিম: ১১৬৪)
Leave a Reply