1. admin@gazipurdarpon.com : gazipur_darpon :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

আইপিএলে বড় পরিবর্তন’ হচ্ছে নতুন নিয়ম

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৩ বার শেয়ার হয়েছে

অনলাইন ডেস্ক : বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে আইপিএলে। ২০২৮ সাল থেকে প্রতি আসরে ৯৪টি ম্যাচ আয়োজনের বিষয়ে চলছে আলোচনা। তবে আপাতত নতুন দল যোগ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমল।

সোমবার (২৮ এপ্রিল) ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোকে এ তথ্য জানিয়েছেন তিনি।

২০২৮ সালে ৬০ থেকে ৬৫ দিন ধরে চলবে প্রতিটি আসর। হোম-অ্যাওয়ে লিগ শুরু হবে আইপিএলে। এমন পরিকল্পনাই করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

২০২২ সালের আইপিএলে দল সংখ্যা বাড়িয়ে ১০টি করা হয়। নতুন দল হিসেবে যোগ দেয় গুজরাট টাইটান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। আর ওই আসর থেকে ফরম্যাট পরিবর্তন করে ৬০ থেকে বাড়িয়ে ম্যাচ সংখ্যা করা হয় ৭৪টি।

আগামী দুই বছরের এফটিপিতে আইপিএল উইন্ডো নির্ধারণ করা আছে মার্চের মাঝামাঝি থেকে মে মাসের শেষ পর্যন্ত। ২০২৮ সালে নতুন সম্প্রচার স্বত্বের চক্র শুরু হবে আইপিএলের। তখন থেকে ৯৪ ম্যাচের আসর আয়োজনের কথা গুরুত্ব দিয়ে ভাবার কথা ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোকে বলেছেন ধুমল।

ধুমাল বলেন, বিসিসিআইয়ে অভ্যন্তরীণ আলোচনার প্রেক্ষিতে আমরা আইসিসিতে আলোচনা করছি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও টি-টোয়েন্টি ক্রিকেট এবং দ্বিপাক্ষিক সিরিজ ও আইসিসি ইভেন্টগুলোর বিষয়ে ভক্তদের আগ্রহ কীভাবে পরিবর্তিত হচ্ছে তা বিবেচনা করে, আমাদের এটা নিয়ে আরও গুরুত্ব সহকারে কথা বলতে হবে এবং দেখতে হবে যে আমরা কীভাবে খেলাটির স্টেকহোল্ডারদের জন্য সর্বাধিক মান তৈরি করতে পারি।

আইপিএল চেয়ারম্যান আরও বলেন, আদর্শগতভাবে, আমরা চাইব একটি বড় উইন্ডো, কিংবা হয়তো কখনও ৭৮ থেকে ৮৪ বা ৯৪ ম্যাচের টুর্নামেন্টে যেতে পারি যাতে প্রতিটি দল প্রতিটি দলের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলতে পারে।

উল্লেখ্য, আইপিএলের বর্তমান ফরম্যাটে ১০ দলকে দুটি গ্রুপে ভাগ করে খেলা হয়। নিজের গ্রুপের চার দলের সঙ্গে ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ভিত্তিতে লড়াই হয় দুবার করে। অন্য গ্রুপের একটি দলের সঙ্গেও হবে দুটি ম্যাচ, যেটি ঠিক করা হয়েছে সিডিংয়ের ভিত্তিতে। অন্য গ্রুপের বাকি চার দলের সঙ্গে ম্যাচ হবে একটি করে। তাই এখন প্রতিটি দলের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলার সুযোগ হয় না সবার। এর জন্য ৯৪ ম্যাচের আসর প্রয়োজন বলে জানিয়েছেন ধুমল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি