বিশেষ প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইং-এর সাধারণ সভা অনুষ্ঠিত
শ্রমিক উইং, এনসিপি-এর আয়োজনে গত শুক্রবার (০৯মে) রাজধানীর সাগর রুনি মিলনায়তনে দিনব্যাপী একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় শ্রমিক উইং-এর কো-অর্ডিনেশন কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভার নেতৃত্ব দেন শ্রমিক উইং-এর আহ্বায়ক জনাব মাজহার ইসলাম ফকির।
সাধারণ সভায় সংগঠনের কার্যক্রমের অগ্রগতি, শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সমাধানে সম্মিলিত প্রয়াসের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে কো-অর্ডিনেশন কমিটির উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও কার্যকর কর্মসূচি বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।