গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগরের কোনাবাড়ির দেওলিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মূহুর্তের মধ্যে আগুন পাশের বেশ কয়েকটি বসতবাড়িতে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
কোনাবাড়ি মডেল ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মো: সাগর আহমেদ জানান, শনিবার ০৩ মে বেলা পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয় ।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত্র হয়ে পাশের বসতবাড়িতে আগুন ছড়িয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আগুন হতাহতের কোন খবরও পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রনে আসার পর তদন্তপূর্বক সব কিছু জানা যাবে।