1. admin@gazipurdarpon.com : gazipur_darpon :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
সারাদেশব্যাপী সংবাদকর্মী নিয়োগ চলছে ...
শিরোনাম :
গাজীপুর-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোঃ এ কে আজাদ ভারতের ওপর শুল্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর ঘোষণা ট্রাম্পের চব্বিশের আন্দোলনে অনুপস্থিত ছিলেন বুদ্ধিজীবীরা: গভর্নর মনসুর গাজীপুর ক্লাব লিমিটেডের কমিটি গঠন ৫ আগস্টের ঘটনা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন : তারেক রহমান ৫ আগস্ট ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন: ইউনূস মো: জলিল মন্ডল: কালিয়াকৈর বিএনপির রাজনীতিতে হারনামানা এক নিবেদিতপ্রাণ, নেতাকর্মীদের প্রেরণা কালিয়াকৈরে জুলাই শহিদ স্মরণে তোরণ নির্মাণ ও সড়কের নামকরণের জন্য স্মারকলিপি প্রদান। কালিয়াকৈরে বিদ্যুৎ বিভ্রাটের সমাধানে সমাবেশ ও স্মারকলিপি প্রদান শ্রমিক উইং-এর উদ্দ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে বিদ্যুৎ বিভ্রাটের সমাধানে সমাবেশ ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৪৩৬ বার শেয়ার হয়েছে

কালিয়াকৈর প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যুৎ বিভ্রাটের সমাধানে জন্য এক সমাবেশ এবং উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ বুধবার (১৪ মে)  কালিয়াকৈর উপজেলায় বিদ্যমান বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এক সমাবেশের আয়োজন করে।

সমাবেশ শেষে তারা উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করেন। সমাবেশে বক্তারা জানান, ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি ১ এর আওতাধীন কবিরপুর ৩৩/১১ গ্রীড উপকেন্দ্র কয়েক যুগ ধরে রক্ষনাবেক্ষন যথাযথভাবে না করায় তা প্রায়ই বিকল হয়ে পড়ে এবং পল্লীবিদ্যুৎ এর কিছু অসাধু কর্মকর্তা কালিয়াকৈরের শিল্পকারখানায় বিদ্যুৎ সরবরাহ বেশি দিয়ে আবাসিক এলাকায় অতিরিক্ত লোডশেডিং দিচ্ছেন। দীর্ঘসময় সময় বিদ্যুৎ না থাকায় এখানকার জনজীবন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

এসব সমস্যার সমাধানের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিনিধিরা দাবি জানান যে, বিদ্যুৎ বিভ্রাটের সময়সূচি আগাম জানাতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে হবে। বিদ্যুৎ উৎপাদন ও বিতরণে কোনো প্রকার অব্যবস্থাপনা থাকলে তা দ্রুত সমাধান করতে হবে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাওসার আহমেদ এই ভোগান্তির কথা স্বীকার করেন এবং এর সমাধানের জন্য ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি ১ এর কর্মকর্তাদের সাথে যৌথভাবে কাজ করবেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি